শনিবার, ২০ মে, ২০১৭, ০২:০০:২৭

সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকের ১৭ বছর কারাদণ্ড

সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকের ১৭ বছর কারাদণ্ড

প্রবাস ডেস্ক: সিঙ্গাপুরে চীনা নারীকে নির্যাতনের দায়ে এক বাংলাদেশি শ্রমিককে ১৭ বছরের কারাদণ্ড এবং ২৪টি বেত্রাঘাতের সাজা দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালাত।

শুক্রবার লিটন প্রামাণিক (২৪) নামে ওই বাংলাদেশীকে সাজা দেয়া হয়।

২০১৫ সালের ৮ ফ্রেব্রুয়ারি লিটন সিঙ্গাপুরের ম্যাকরিচি রিজারভেয়র এলাকায় ‍দুপুর বেলায় এক চীনা নারীকে ছুরির মুখে নির্যাতন করেন।

লিটন ছুরি দেখিয়ে ওই নারীর চোখ বেঁধে ফেলে এবং পরে টেনে-হিঁচড়ে তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। নির্যাতনের পর সেই স্থানেই ওই নারীকে ফেলে রেখে পালিয়ে যান তিনি। সেখানে ছুড়িটিও পড়ে তাকে।

ফরেনসিক রিপোর্টের মাধ্যমে এই নির্যাতনের বিষয়ে নিশ্চিত হয় পুলিশ। ঘটনার একদিন পরেই লিটনকে তার কর্মস্থল থেকে গ্রেফতার করা হয়।

তবে বিচারের শুরু থেকেই লিটন এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে