রবিবার, ২৮ মে, ২০১৭, ১১:৪৯:১০

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, বাংলাদেশি হতাহতের আশঙ্কা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, বাংলাদেশি হতাহতের আশঙ্কা

প্রবাস ডেস্ক : সৌদি আরবের মদিনা-কাশিম মহাসড়কে পাঁচটি বাস একত্রে দুর্ঘটনায় পতিত হয়েছে। দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশিও থাকতে পারেন বলে খবর দিয়েছে সৌদি গেজেট।

আল কাশিম প্রদেশের সিভিল ডিফেন্সের উপ মুখপাত্র কর্নেল আবদুলআজিজ আল-তামিমির বরাত দিয়ে সৌদি পত্রিকাটি জানিয়েছে, শুক্রবার রাতে এ দুর্ঘটনায় আরও অন্তত ৮১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর।     

ওমরাহ শেষে যাত্রীদের নিয়ে বাসগুলো সৌদি আরবের রিয়াদ ও আরব আমিরাতের দিকে যাচ্ছিল। আল কাশিম প্রদেশের রাজধানীর বুরাইদাহ থেকে ২২৫ কিলোমিটার দূরে সাকরিয়াত কাবরা সেতুর কাছে সেগুলো দুর্ঘটনায় পড়ে। পাঁচটি বাসে অন্তত দুই শ যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কাশিম প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মোহাম্মদ আল-হাম্মাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাদের ২৮টি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান তারা।     

কর্মকর্তাদের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, ধুলিঝড়ের কারণে দৃষ্টিসীমা কমে আসায় মহাসড়কে দুটি বাহনের মধ্যে সংঘর্ষের পর বাকিগুলোও দুর্ঘটনায় পড়ে বলে ধারণা করা হচ্ছে।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে