সোমবার, ০৫ জুন, ২০১৭, ০৬:৫৮:১৫

কাতারে বিমানবন্দরে সৌদিগামী বাংলাদেশি যাত্রীরা বিপাকে

কাতারে বিমানবন্দরে সৌদিগামী বাংলাদেশি যাত্রীরা বিপাকে

প্রবাস ডেস্ক : কাতারের সঙ্গে প্রতিবেশী দেশ সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করায় সৌদি আরবগামী কিছু বাংলাদেশি যাত্রী দোহার হামাদ বিমানবন্দরে আটকা পড়েছেন।

এছাড়া কাতারে সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার করার কথা ছিল। কিন্তু কাতারের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ায় দেশ দু’টির মধ্যে বিমান চলাচল বন্ধ থাকার কারণে তিনি ঢাকা ফিরে আসছেন। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘আমরা এখানকার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘটনাটি আমরা আজ জানতে পেরেছি।’ তিনি বলেন, ‘আকাশ পথ বন্ধ থাকায় সৌদি আরবগামী অল্পসংখ্যক যাত্রী আটকে আছেন। আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। শুধু বাংলাদেশিরা নন, অন্য অনেক দেশের সৌদি আরবগামী যাত্রীরাও আটকা পড়েছেন।’

এদিকে ঢাকায় শিল্পমন্ত্রীর পিএস সামসুল আরেফিন বলেন, ‘মন্ত্রী একটি প্রতিনিধি দলের সঙ্গে কাতারে গেছেন।  সেখান থেকে  আজ তার সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু দেশটিতে সৃষ্ট পরিস্থিতির কারণে তিনি ঢাকায় ফিরে আসছেন। আগামীকাল তিনি আবার  ওমরাহ করার জন্য সৌদি আরব যাবেন।’

উল্লেখ্য, কয়েকদিন ধরে কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের পর সোমবার কাতারের সঙ্গে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে