প্রবাস ডেস্ক : সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে ক্রেন ভেঙে নিহত ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশির পরিচয় মিলেছে। তার নাম আবুল কাশেম সুফি (৪৫)।
মক্কার শিশা মুয়াইসিমে (লাশ রাখার হিমঘর) তার মরদেহ শনাক্ত করা হয়েছে। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদের সুফিবাড়ির বাসিন্দা।
ওই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ নিজাম উদ্দিন (৪১) ও সরদার আবদুর রব (৫৯) নামের দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। মক্কার বাদশা ফয়সাল শিশা হাসপাতালের ৭২৩ নাম্বার কক্ষে চট্টগ্রামের নিজামউদ্দিন (পাসপোর্ট নাম্বার এবি ৭২৪৬৯৮৭) চিকিৎসাধীন।
আর মক্কার বাদশা আবদুল আজিজ হাসপাতালের ৪০৭ নাম্বার কক্ষে খুলনার তেরখাদার রব (পাসপোর্ট নাম্বার বিই ০২৮১০৮২) চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তারা শঙ্কামুক্ত।
গত শুক্রবার মক্কায় মসজিদুল হারামে ক্রেন ভেঙে পড়ে অন্তত ১০৭ জন নিহত হন।
১৫ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে