প্রবাস ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা জাহিদ এফ সাদীকে গ্রেফতার করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) সদস্যরা। ক্রেডিট কার্ড মেশিনে অর্থ প্রতারণা ও চেক চুরির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে এফবিআই।
গত ১৭ মে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের মার্কিন কংগ্রেস ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিচয়দানকারী জাহিদ এফ সর্দার যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার ফেরারি হিসেবে ওয়ান্টেড আসামির তালিকায় ছিলেন। পলাতক আসামি হিসেবে এফবিআই তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল।
মার্কিন বাংলা গণমাধ্যমগুলো বলছে, ১৭ মে ক্যাপিটাল হিল থেকে বিএনপি নেত্রীর এই উপদেষ্টাকে গ্রেফতারের পর ফ্লোরিডার অরল্যান্ডোর হাই সিকিউরিটি ফেডারেল ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে জাহিদের। এফবিআই তার পাসপোর্ট জব্দ করেছে।
ফ্লোরিডার অরল্যান্ডোতে গ্যাস স্টেশনের ব্যবসা রয়েছে জাহিদ এফ সর্দারের। ব্যবসার নামে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড চেক মেশিনের সুবিধা নেয়া ও অর্ধশতাধিক প্রতারণামূলক লেনদেনের অভিযোগও রয়েছে। গ্রেফতারের পরপরই জাহিদ এফ সর্দার সাদীকে অরল্যান্ডো হাই সিকিউরিটি কারাগারে পাঠিয়েছে এফবিআই।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস