প্রবাস ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, সঙ্গীত শিল্পী নাসিম আজাদ দেশের মুখ উজ্জল করে চলেছেন ইউরোপে সংস্কৃতি চর্চার কেন্দ্র ফ্রান্সে। সম্প্রতি নাসিম আজাদের গানকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে ফ্রান্সের বিখ্যাত কম্পানি M A Sarl একটি চুক্তি করেছে।
কম্পানিটি ১২০টি সার্ভারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে নাসিম আজাদের গান পৌঁছে দেবে। আইটিউন, অ্যামাজন, ডেইলি মোশনের মতো ওয়েবসাইটগুলোর মাধ্যমে নাসিমের গান এখন বিশ্বব্যাপী দর্শক শ্রোতারা ডাউনলোড করতে পারবেন।
শিল্পী নাসিম আজাদ পড়াশোনার জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসে গিয়েও নিজের গানের চর্চা অব্যাহত রাখেন। এক সময় দেশের মুখ উজ্জল করার সুযোগও পেয়ে যান। বিভিন্ন ভাষায় গান গাইতে জানা নাসিম ইন্টারন্যাশনাল সংস্থা হিউম্যান আপিল ফ্রান্সের উদ্যোগে প্যারিসে দশ লক্ষ দশকের উপস্থিতিতে একটি কনসার্টে আরবি গান পরিবেশন করে দর্শক শ্রোতার মন জয় করেন।
নাসিম আজাদ জানান, বর্তমানে তিনি নিজের একটি একক অ্যালবামের কাজ করছেন। কাম টু দ্যা পয়েন্ট নামের এ অ্যালবামটির কাজ শিগগিরই শেষ করবেন। প্যারিসে পড়াশোনার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতিকে ছড়িয়ে দিতে নানা কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি