প্রবাস ডেস্ক: আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ের লক্ষ্যে প্রবাসের কর্মীরাও একযোগে কাজের সংকল্প ব্যক্ত করলেন। গত ৯ জুলাই রাতে যুক্তরাষ্ট্র জাসাসের এক সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি জাতীয়তাবাদে উজ্জীবিতদের বিএনপির সদস্য ফরম পূরণের কর্মসূচি ঘোষণা করেন সমাবেশের প্রধান অতিথি জাসাসের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও চিত্রনায়ক হেলাল খান।
তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি সংকটে বিএনপি হাল ধরেছে, জাতিকে সঠিক ট্রাকে ফিরিয়ে এনেছে। এখনো গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে সুসংগঠিত হয়ে আগামী নির্বাচনে জয়ী হওয়ার পথ সুগম করতে হবে। তা করা সম্ভব না হলে বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসনে পাঠাবে আওয়ামী-বাকশালীরা। ’
জাসাসের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি গোলাম ফারুক শাহীনের সভাপতিত্বে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারের এ সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন নাসির। আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা শরাফত হোসেন বাবু, হেলালউদ্দিন, জসীম ভূইয়া, হাবিবুর রহমান সেলিম রেজা, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাসিম আহমেদ।
সভাপতির বক্তব্যে গোলাম ফারুক শাহীন বলেন, ‘ব্যালটে সরকারের অন্যায়-অবিচারের উপযুক্ত জবাব দিতে হবে। প্রবাস থেকেই নিজ নিজ এলাকায় যোগাযোগ রক্ষা করে দলীয় প্রার্থীদের বিজয়ে অবদান রাখতে হবে। শেখ হাসিনা ও তার দলকে আর কোনোভাবেই খালি মাঠে গোল করার সুযোগ দেওয়া যাবে না। ’
১০ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস