বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ১১:০০:২৮

আরব আমিরাতে অ্যাডভোকেট সিরাজুল হকের মৃত্যুবার্ষিকী পালন

 আরব আমিরাতে অ্যাডভোকেট সিরাজুল হকের মৃত্যুবার্ষিকী পালন

প্রবাস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে বৃহত্তর কুমিল্লা প্রবাসীদের উদ্যোগে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যা মামলার প্রধান কৌঁসুলি, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত অ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চুর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার রাতে শারজাস্থ একটি হোটেলে এ শোকসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টেলি কনফারেন্স যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি তার বাবার আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। আইনমন্ত্রী বলেন, আমার বাবা বঙ্গবন্ধুর আদর্শ থেকে একচুলও পিছপা হয়নি। আপনারাও বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের পরিচালনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএই আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকার। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক জি এম জাগীরদার। শারজাহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন কাউছারের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাখাল কুমার গোপ, ইঞ্জিনিয়ার আবু হেনা, ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লাবু, শাহ মাকসুদ, এম এ রাশেদ প্রমুখ। বক্তারা বলেন, প্রয়াত সিরাজুল হক বাচ্চু ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। তার হাত ধরেই শুরু হয় বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার কাজ। বর্তমানে তারই অসমাপ্ত কাজ অত্যন্ত দক্ষতার সাথে চালিয়ে যাচ্ছেন সুযোগ্য সন্তান বিশিষ্ট আইনজীবী ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ২৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে