রবিবার, ৩০ জুলাই, ২০১৭, ০৫:৩৫:০০

ভারতে মুসলিমদের প্রবল বিক্ষোভের মুখে তসলিমা নারসিন

ভারতে মুসলিমদের প্রবল বিক্ষোভের মুখে তসলিমা নারসিন

প্রবাস ডেস্ক : প্রবল বিক্ষোভের জেরে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদের চিকাল থানা বিমানবন্দরে নামার পরই মুম্বাইয়ে ফেরত পাঠানো হল তসলিমা নাসরিনকে।

ঔরঙ্গাবাদ পুলিশ সূত্রে খবর, মুম্বাই থেকে বিমানে চেপে গতকাল শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ চিকাল থানা বিমানবন্দরে নামেন লেখিকা। সে সময় বিমান বন্দরের বাইরে জড়ো হয়েছিলেন প্রায় কয়েকশো বিক্ষোভকারী।

তারা প্ল্যাকার্ড হাতে 'তসলিমা ফিরে যাও' স্লোগান দিতে থাকেন। এমতাবস্থায় লেখিকা বিমানবন্দরের বাইরে বের হতে চাইলে তাকে বাধা দেয় পুলিশ। তসলিমাকে মুম্বাই ফিরে যাওয়ার পরামর্শ দেন তারা। তাদের কথা মেনে নেন লেখিকা।

ঔরাঙ্গবাদ পুলিশের ডেপুটি কমিশনার (জোন ২) রাহুল শ্রীরাম 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'কে বলেন, ''মধ্য মহারাষ্ট্রে আইন ও শৃঙ্খলাজনিত সমস্যা এড়াতেই নাসরিনকে পরবর্তী বিমানেই মুম্বাই ফেরত পাঠানো হয়।''

তিনি আরও জানিয়েছেন, ঔরঙ্গাবাদে তিন দিন ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তসলিমার। তিনি অজিন্ঠা এবং ইলোরাতে ঘুরতে যাবেন বলেও ঠিক করেছিলেন। সেই কারণে ঔরঙ্গাবাদের একটি হস্টেলে দু'টি রুম বুক করাও ছিল। শনিবার বিকাল থেকে ওই হস্টেলের বাইরেও বিক্ষোভ দেখাতে থাকেন এক দল।

এই গোটা বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের নেতা ইমতিয়াজ জলিল। যিনি ঔরঙ্গাবাদ সেন্ট্রাল বিধানসভা কেন্দ্রের বিধায়কও। ইমতিয়াজদের কথা, ''তার (তসলিমার) লেখা গোটা বিশ্বের মুসলিমদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে। তাই আমরা শহরের মাটিতে তাকে পা ফেলতে দেব না।''

গত মাসেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয় তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ বাড়িয়েছে। সুইডেনের বাসিন্দা এই লেখিকা ২০০৪ সাল থেকে ভারতে থাকার জন্য ভিসায় অনুমোদন পেয়ে আসছেন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে