মালয়েশিয়ায় একাধিক কনস্যুলেট খোলার আশ্বাস দীপুমনির
প্রবাস ডেস্ক : সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপুমনি এমপি বলেছেন, প্রবাসীদের সুবিধার্থে মালয়েশিয়ায় একাধিক কনস্যুলেট অফিস স্থাপন করা হবে।
শুক্রবার রাতে মালয়েশিয়ার জোহরবারুর হিলটন ডাবল-ট্রি হোটেলের বলরুমে মেশিন রিডেবল পাসপোর্ট-সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডা. দীপুমনি বলেন, মালয়েশিয়া অনেক বড় একটি দেশ। এখানকার বিভিন্ন অঙ্গরাজ্যে বহু বাংলাদেশি বসবাস করছেন। শুধু জোহরবারুতেই আছেন ৩ লাখ বাংলাদেশি। জোহরবারুসহ মালয়েশিয়ার বিভিন্ন স্থানে একাধিক কনস্যুলেট অফিস খোলা হবে।
বিমানবন্দরে হয়রানির বিষয়ে তিনি বলেন, ভবিষ্যতে প্রবাসীরা যেন বাংলাদেশের বিমানবন্দরে হয়রানির শিকার না হন সে দিকে বিশেষ নজর দেয়া হবে।
তিনি সব প্রবাসী শ্রমিকের বীমার আওতায় আনার বিষয়ে কোম্পানি মালিকদের তাগিদ দিতে হাইকমিশনের প্রতি অনুরোধ জানান। একইসঙ্গে সাহায্যপ্রার্থী বাংলাদেশিদের আইনি সহায়তা দেয়ার জন্য হাইকমিশনের প্রতি অনুরোধ জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, বিদেশের মাটিতে এমন সুন্দর একটি অনুষ্ঠানের জন্য আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই।
বাংলাদেশি কমিউনিটি জহুর মালয়েশিয়ার সভাপতি তরিকুল ইসলামের (রবিন) সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন লিঙ্কন ইউনিভার্সিটি মালয়েশিয়ার এমবিএ’র শিক্ষার্থী আঁখি মজুমদার।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশী কমিউনিটি জহুর মালয়েশিয়ার সাধারণ সম্পাদক এমজে আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো. গোলাম ফারুক প্রিন্স এমপি, মো. সোহরাব উদ্দিন এমপি, বেগম মাহজাবিন খালেদ এমপি ও বাংলাদেশি কমিউনিটি জহুর মালয়েশিয়ার সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম আমিন।
মতবিনিময় সভায় বাংলাদেশি কমিউনিটির নেতাবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
৩১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�