জামান সরকার, হেলসিংকি, ফিনল্যান্ড থেকে: ফিনল্যান্ড জুড়ে মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহের মধ্য দিয়ে সোমবার উদযাপন করছে বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা।
ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। সবাই দিনটির প্রতীক্ষায় ছিলেন এতদিন। অবশেষে প্রতীক্ষার অবসান হল ১ সেপ্টেম্বর শুক্রবার। ফিনল্যান্ডের ধর্মপ্রাণ মুসলমানরা উদযাপন করলেন ঈদ-উল-আজহা।
শরতের মেঘলা আকাশ থেকে নেমে আসা গুঁড়িগুঁড়ি বৃষ্টির মাঝে ফিনল্যান্ডের প্রবাসী বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলমানরা সমবেত হয় ঈদের জামাতে।
ইসলামী রীতি অনুযায়ী রাজধানী হেলসিংকিতে প্রবাসী বাংলাদেশিদের ঈদের প্রধান জামাত দু’টি অনুষ্ঠিত হয়েছে সকাল ৯টায় কামপো স্পোর্টস মিলনায়তনে ও হাকানিয়েমির পাল্লোহাল্লিতে।
স্পোর্টস মিলনায়তনের জামাতে ইমামতি করেন মো. বশির আহমেদ ও হাকানিয়েমির পাল্লোহাল্লিতে ইমামতি করেন হেলসিংকির দারুল আমান মসজিদের খতিব মো. আবদুল কুদ্দুস খান।
ঈদের জামায়াত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ফিনল্যান্ডের সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা এ জামাতে দুইটিতে অংশ নেন।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিলেন, বদরুল মনির, কামরুল আলম কমল, লিমন চৌধূরী, নাসির খান, জহুরুল ইসলাম সিকদার, রফিকুল হায়দার টিপু, আরিফ হক, শওকত আলী মিলন, মোস্তফা আজাদ বাপি, জামান সরকার, মবিন মোহাম্মদ, রুবেল ভূঁইয়া, আতাউর রহমান, এম এ হারুন, এম এ হান্নান, মাসুদ আবদুল্লাহ, আনোয়ার হোসেন খান, বদরুম মুনীর ফেরদৌস, সালেহ আহমেদ সামসুল গাজী, মিজানুর রহমান মিঠু, জহিরুল আলম নজরুল, ইমাম হোসেন পাভেল, সপনীল, সেলিম মীর, মোস্তাক সরকার, খালেদুল ইসলাম জিতু, তানভীর আহমেদ, আলাউদ্দিন মোহাম্মদ, সাহিন মোহাম্মদ, সাজ্জাদ মুন্না, , তাপস খান, ফাহমিদ উস সালহীন, সেলিম মীর, পাভেজ মনোয়ার, লাবিব, মেজবাহ, সহিদুল ইসলাম, সবুজ, মোরসালীন, আনোয়ার হোসেন, নাজমুল হাসান লিটন, হাসিব সরকার, আবুল কালাম আজাদ, আনিসুর রহমান, জায়ান, আরিয়ান আনোয়ার হোসেন, মেজবাহ, আবুল কালাম আজাদ, সাব্বির, সুমন প্রমুখ।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস