কানাডায় বঙ্গবন্ধু ও জেলহত্যার তিন আসামি
প্রবাস ডেস্ক : কানাডায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরী ছাড়াও রয়েছেন জেলহত্যার অভিযুক্ত আসামিরা। তারা হলেন ক্যাপ্টেন (অব.) হাশেম কিসমত, ক্যাপ্টেন (অব.) নাজমুল হোসেন আনসারী, খায়রুজ্জামান।
হাশেম এবং নাজমুল এখন কানাডার নাগরিক। তারা অটোয়ায় ও মন্ট্রিয়লে বসবাস করছেন বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। তারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মামলায় হাইকোর্টের তৃতীয় আদালত থেকে খালাস পেলেও তাদের বিরুদ্ধে জেলহত্যার অভিযোগে রেডএলার্ট রয়েছে।
আরেক আসামি মালয়েশিয়ায় নিযুক্ত সাবেক হাইকমিশনার খায়রুজ্জামান পালিয়ে কানাডায় আত্মগোপন করেছেন বলে খবরে প্রকাশ। অবশ্য এর সত্যতা পাওয়া যায়নি।
উল্লেখ্য, এদের মধ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (অব.) কিসমত হাশেম এ বছরের ২৫ মার্চ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মন্ট্রিয়লে বাড়ি থাকলেও নিঃসন্তান কিসমত সব সময় লোকচক্ষুর অন্তরালে থােতেন।
একইভাবে আত্মগোপন করে জীবন যাপন করছেন অপর আসামি ক্যাপ্টেন (অব.) নাজমুল হোসেন আনসারী।
৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�