প্রবাস ডেস্ক : মক্কায় মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ রিয়াল অর্থাৎ ২ কোটি ৮ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। একেবারে স্থায়ী পঙ্গুত্বের শিকার যারা হয়েছেন তাদের ১০ লাখ রিয়াল ও আহত ব্যক্তিদের ৫ লাখ রিয়াল করে দেয়া হবে।
মঙ্গলবার এক ফরমানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এ ঘোষণা দেন।
শুক্রবার মসজিদুল হারামের চতুর্থ তলায় ক্রেন ভেঙে পড়লে ১১১ জন নিহত হন। আহত হন আরো ২৩৮ জন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার রাজকীয় ফরমানে বলা হয়, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ রিয়াল অর্থাৎ ২ কোটি ৮ লাখ টাকা (১ রিয়াল = ২০ টাকা ৮১ পয়সা হিসেবে) ক্ষতিপূরণ দেয়া হবে।
দুর্ঘটনায় যারা স্থায়ী পঙ্গুত্বের শিকার হয়েছেন তাদেরও ১০ লাখ রিয়াল ক্ষতিপূরণ হিসেবে দেয়া হবে। আহতদের দেয়া হবে ৫ লাখ রিয়াল করে অর্থাৎ ১ কোটি ৪ লাখ টাকা।
তবে সৌদি আদালতে ক্ষতিপূরণের মামলা দায়ের করলে যে অর্থ পাওয়ার কথা এর মধ্যে তা অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ এটি কেবল সৌদি বাদশাহর পক্ষ থেকে দেয়া ক্ষতিপূরণ।
ওই ফরমানে জানানো হয়েছে, দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের দুই সদস্যকে আগামী বছর সরকারি খরচে হজ করানো হবে। আহত হওয়ার কারণে যারা এবার হজ করতে পারছেন না, তাদের আগামী বছর রাজকীয় অতিথি হিসেবে হজ করানো হবে।
আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের স্বজনরা যাতে সৌদিতে এসে তাদের সঙ্গে থাকতে পারেন, সে জন্য তাদের ভিসাও প্রদান করা হবে।
এদিকে দুর্ঘটনার তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর তা পর্যালোচনার জন্য তদন্ত ব্যুরো ও সরকারি কৌঁসুলির কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ক্রেনটি ভুল অবস্থানে রাখা হয়েছিল। যার পরণায় প্রচণ্ড বাতাসের কারণে এ দুর্ঘটনা ঘটে।
১৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম