প্রবাস ডেস্ক : সব মুসলিম সন্ত্রাসী নন। সব রোহিঙ্গাও সন্ত্রাসী নন। তাদের কেউ কেউ হতে পারেন সন্ত্রাসী। বাংলাদেশ যদি রোহিঙ্গাদের আশ্রয় দিতে পারে তাহলে ভারত কেন পারবে না, ভারতেরও পারা উচিত। এ মন্তব্য করেছেন বাংলাদেশের বহুল বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
ভারতের ‘অনলাইন নিউজ-১৮’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, ভারতে আশ্রয় নেয়া প্রায় ৪০ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। তাদেরকে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। এর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
এসব নিয়ে তসলিমা নাসরিনের ওই সাক্ষাৎকার নেন সাংবাদিক ইরম আগা। তিনি তসলিমার কাছে জানতে চান, ভারত সরকার মনে করে রোহিঙ্গা শরণার্থীরা নিরাপত্তার জন্য হুমকি। তাই তাদেরকে ফেরত পাঠানো উচিত। আপনি কি মনে করেন মিয়ানমারে জাতিগত সহিংসতায় বাস্তুচ্যুত হওয়া এসব রোহিঙ্গার আশ্রয় দীর্ঘায়িত করা উচিত?
এ প্রশ্নের জবাবে তসলিমা বলেন, সরকার যদি রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে তাহলে এটা তাদের সিদ্ধান্তের বিষয়। তবে আমি ভারত সরকারের প্রতি আহ্বান জানাবো তাদের এ সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে। এক্ষেত্রে রোহিঙ্গারা বাংলাদেশের জন্যও নিরাপত্তা হুমকি। কিন্তু বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে।
তিনি বলেন, আমি এ কথা বলছি এ জন্য যে, সব সময়ই আমি নির্যাতিত মানুষের কথা বলি। নারী নির্যাতিত হলে আমি তার পক্ষ নিয়ে থাকি। আমি তাদের অধিকার ও স্বাধীনতার পক্ষে দাঁড়াই। বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতিত হলে আমি তাদের পক্ষে দাঁড়াই।
এমটিনিউজ/এসবি