বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২৪:০৯

ওমানে নিহত বাংলাদেশিদের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে

ওমানে নিহত বাংলাদেশিদের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে

প্রবাস ডেস্ক: ১৩ সেপ্টেম্বর রবিবার ওমানের রাজধানী মাস্কটের ইটিতে একটি নির্মাণাধীন এলাকায় অনাকাক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। তাদের ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গিয়েছে বলে জানা যায়।

নির্মাণকাজ চলাকালে দুর্ঘটনায় আরও ৬ বাংলাদেশি শ্রমিক আহত হয়েছে। জেসিবি মেশিনের নিচে চাপা পড়ে এ চার বাংলাদেশি নিহত ও ছয়জন আহতের ঘটনা ঘটেছে। আহত বাংলাদেশি শ্রমিকদের যথাযথ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে বলে জানা যায়। ওমানের বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে হাসপাতাল ও পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

পরিচয় পাওয়া নিহতরা হলেন-লক্ষ্মীপুরের কমলনগ থানার চরপরগাছা গ্রামের মোহাম্মদ শামসুল হকের ছেলে- মোহাম্মদ শাজাহান, কুমিল্লার মুরাদনগর থানার পাকবালিঘর গ্রামের শুসান দাসের ছেলে- শিবাস দাস এবং নোয়াখালী সদরের পূর্ব আজবারিয়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. সুমন। নিহতদের ব্যক্তিদের মৃতদেহগুলো ওমানের মাসকট পুলিশ হাসপাতালের মর্গে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহত চারজনের মধ্যে তিনজনই অবৈধ শ্রমিক। তৃতীয় পক্ষের মাধ্যমে তারা ওই কোম্পানিতে কাজ করতেন। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিবারের সম্মতি সাপেক্ষে নিহতদের মৃতদেহগুলো ওমানের স্থানীয় কবরস্থানে দাফন করা হবে অথবা বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
১৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে