প্রবাস ডেস্ক : বৃহস্পতিবার বিকেল ৫টায় কুয়েত প্রবাসী জুনায়েদের গ্রামের বাড়ী কমলগঞ্জের কান্দিগাও এসে পৌছেছে তার স্ত্রীসহ ৪ সন্তানের মরদেহ। বাড়িতে মরদেহ আসর পর পরই বাড়িজুড়ে এক হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয়। কান্নায় ভেঙ্গে পড়েন এলাকার অনেকে। এক নজর দেখার জন্য তারা ভিড় করেন মরদেহের কফিনের পাশে।
এর আগে বৃহস্পতিবার সকালে ৯ টায় মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছিলে সেখানে ছিলেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দীন এমপি, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ কয়েস চৌধুরী, বাংলাদেশ প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রানালয় পরিচালক (অর্থ) মোঃ শফিকুর রহমান, সহকারী পরিচারক মোস্তফিজুর রহমান, বাংলাদেশ কমিনিউটি সংগঠনের মিটুন সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী ইমরান ফারুক।
মরদেহের সাথে কুয়েত থেকে আসেন স্বজনহারা জোনাইদ আহমদ এবং জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখার সহ সভাপতি মিঠুন সেলিম ও কুয়েত বাঙ্গালী কমিউনহিটির নেতা ইমাদ।
জোনাইদ আহমদ জানান, বুধবার বাদ আসর কুয়েত আল সাবাহ হাসপাতালে তাদের জানাযার নামাজ শেষে কুয়েত থেকে মরদেহবাহী বিমান বাংলাদেশর উদ্দ্যেশে বিজি ০০৪৪ ফ্লাইটে রাত ১২ টা ১০ মিনিটে রওনা দিয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। রাত সাড়ে ৮টায় সফাত আলী সিনিয়র মাদরাসা-এর ঈদগাহ মাঠে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হবে বলে জানান কান্দিগাও গ্রামের মুক্তিযুদ্ধা জয়নায় আবেদিন।
উল্লেখ্য সোমবার কুয়েতের সালমিয়ার পাঁচগাতা এলাকার ভাড়া বাসার একটি পাঁচতলা ভবনে অগ্নিকান্ডে একই পরিবারের কমলগঞ্জের কান্দিগাও গ্রামের পাঁচ বাংলাদেশির মৃত্যুহয়।
নিহতরা হলেন কুয়েতের সালমিয়া পাঁচগাতা অঞ্চলে প্রবাসী বাংলাদেশি মো. জুনায়েদের দুই ছেলে এমা ও ফাহাদ, দুই মেয়ে জামিলা ও নাবিলা এবং স্ত্রী রোকেয়া বেগম।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস