শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭, ০৪:২৮:৪৮

সুখবর, বাংলাদেশ থেকে কর্মী নেবে দক্ষিণ কোরিয়া

সুখবর, বাংলাদেশ থেকে কর্মী নেবে দক্ষিণ কোরিয়া

প্রবাস ডেস্ক : আগামী বছরের শুরু থেকে নির্মাণ  ও কৃষি খাতে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়া।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশটির শ্রম বা প্রাসঙ্গিক আইন অনুযায়ী, ২০০৮ সাল থেকে যেসব বাংলাদেশি কর্মী দেশে ফেরার ‘গ্যারান্টি বিমা’ এবং ‘রিটার্ন কষ্ট’ বিমা দাবি না করে দক্ষিণ কোরিয়া ছেড়ে এসেছেন এমন ২২৭ জন কর্মীকে বিমার আর্থিক সুবিধা প্রদান করা হবে।

গেলো বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদারের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন ‘এইচআরডি কোরিয়া, ইপিএস সেন্টার, ঢাকা’-এর প্রতিনিধি লিম চুঙ্গ-কেউন।

এসময় দক্ষিণ কোরিয়ার বাংলাদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা সম্পর্কে জানানো হয়। বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী এসময় উপস্থিত ছিলেন।

নমিতা হালদার ‘ইপিএস’ প্রক্রিয়ায় বোয়েসেলের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেয়া এবং আগামীর পরিকল্পনাকে  স্বাগত জানান।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে