শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭, ১০:৪২:৫৩

‘দৃশ্যটি দেখে কেউ আসেনি মেয়েটিকে উদ্ধার করতে’

‘দৃশ্যটি দেখে কেউ আসেনি মেয়েটিকে উদ্ধার করতে’

তসলিমা নাসরিন : ভারতের বিশাখাপত্তনমের রাস্তায় বসে থাকা এক ভিখিরি মেয়েকে কিছুদিন আগে এক যুবক প্রকাশ্যে, দিনের আলোয়, সবার সামনেই সম্ভ্রম নষ্ট করেছে। দৃশ্যটি দেখে কেউ আসেনি মেয়েটিকে উদ্ধার করতে। আমি অবাক হইনি ঘটনা শুনে।

দুটাকার পকেটমারকে যখন এক দল লোক পিটিয়ে মেরে ফেলতে থাকে, কেউ আসে না। যখন এক লোক আরেক লোককে খুন করতে থাকে, কেউ আসে না বাঁচাতে। যখন অসহায় মেয়েকে পাথর ছুঁড়ে মারতে থাকে লোকেরা, কেউ আসে না। যখন তলোয়ারের এক কোপে মানুষের মুন্ডু কেটে ফেলে সৌদি জল্লাদ, পথচারীরা কেউ তো আসেই না বরং জয়ধ্বনি করে।

মানুষ যখন রাস্তায় কাতরাতে থাকে, মরতে থাকে, মরে যায় -- আশেপাশের মানুষ নির্বিকার যার যার কাজে চলে যায়। আমরা মানুষ। আমরা তো এমনই। পথের এক ভিখিরি মেয়েকে কেউ একজন সম্ভম নষ্ট করছে, তাতে মানুষ আতঁকে উঠবে, দৌড়ে যাবে, মেয়েটিকে রক্ষা করবে -- এরকম কেন ভাবছি?

রাতের অন্ধকারে ফুটপাতে শুয়ে থাকা ভিখিরি মেয়েটিকে পুরুষেরা নিয়মিতই সম্ভ্রম নষ্ট করে -- এ সত্য আমাদের না জানার কথা নয়। তবে কি দিনের আলোয় করেছে বলেই আমাদের আপত্তি? মানুষের মতো স্বার্থান্ধ, ভায়োলেন্সপ্রেমী প্রজাতির কাছে কেন যে এত বেশি মায়া মমতা আশা করি!

-নির্বাসিত লেখিকার ফেসবুক থেকে
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে