৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ওয়াসীম আকরাম, লেবানন প্রতিনিধি :- ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি লেবানন শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়।
৮ই নভেম্বর ২০১৫ইং রোজ রবিবার ২ ঘঠিকায় লেবানন এর রাজধানী বৈরুতের পার্শ্ববতী এলাকা আইন ইল রোমানী বাবু ইষ্ট এন্ড কোম্পানী, বাবু মিনি সুপার মার্কেটে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি লেবানন শাখার সভাপতি মো: মানিক মোল্লার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু বকর সঞ্চালনায় সভায় প্রধান অতিথী ছিলেন লেবানন বিএনপির নীতি-নিধারক ফোরাম এর সদস্য রুহুল আমিন,বিশেষ অতিথী ছিলেন, নীতি-নিধারক ফোরাম এর সদস্য হুমায়ুন কবির,কলিম উল্ল্যা,লেবানন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম মজুমদার, সহ সাধারণ সম্পাদক মজিবুর হক,সহ সভাপতি মোহা: আলম,দফতর সম্পাদক ওয়াসীম আকরাম,ক্যাশিয়ার মাহবুব উল্ল্যা মিয়াজী,লেবানন যুব দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম (আইমান),লেবানন বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জাকির হোসেন,সাহাব উল্ল্যা আটিয়া,কামাল উদ্দিন,আবু তাহের,ইকবাল হোসেন,আর ও উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি লেবানন এর অঙ্গ সংগঠন যুব দলের নেতাকর্মী ও কেন্দ্রীয় কমিটি লেবানন এর অর্ন্তভুক্ত ১৬টি শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক মন্ডলী ও আইন ইল রোমানী এলাকাবাসী।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত,জাতীয় সংঙ্গীত ও দলীয় সংঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্টানের কার্যক্রম আরম্ভ হয়।
অনুষ্ঠানের প্রধান আর্কষন ছিল স্বদেশ প্রত্যার্বতনকারী বাংলাদেশ প্রবাসী কল্যান সমিতি লেবানন এর সাবেক প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি লেবানন শাখার সাবেক সভাপতি এম, হোসেন চৌধুরী, লেবানন বিএনপি কেন্দ্রীয় কমিটির নীতি নিধারক ফোরাম সদস্য আবদুল খালেক (তাহের). তারা টেলি যোগাযোগের মাধ্যমে অনুষ্টানের উপস্হিত সবাইকে শুভেচ্ছা,অভিনন্দন, ভালবাসা ও সালাম জানিয়ে লেবানন বিএনপি আর ও সু সংগঠিত করার আহবান জানান।
সভাপতি মো: মানিক মোল্লা তার বক্তব্যে বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের দু,টি ক্রান্তিলগ্নে ইতিহাসের গতি-প্রকৃতি নির্ধারনে নিয়ামাকের ভূমিকা পালন করেন. একটি ১৯৭১ সালের ২৭শে মার্চের,অপরটি ১৯৭৫ সালের ৭ই নভেম্বর। এই দুই ক্ষেত্রেই দায়িত্ব পালনে তিনি প্রস্তত ছিলেন না.তবে দু,ক্ষেত্রেই দায়িত্ব পালনে সফল হয়েছেন এবং ইতিহাস সৃষ্টি করেছেন।
তিনি আর ও বলেন, ১৯৭৫ সালে ৩ই নভেম্বর দেশী-বিদেশী চক্রান্তকারীরা যখন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়া ছিনিমিনি খেলছিল ঠিক তখন এই ৭ই নভেম্বরেই এ দেশের সাধারণ জনগণ ও সশস্রবাহিনী ওই চক্রান্তকারীদেরকে চুডান্তভাবে পরাজিত করে. সিপাহী জনতা সম্মিলিতভাবে ও বিপ্লবের মাধ্যমে আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্টিত করে.তিনি দায়িত্ব নেওয়ার পরে দেশে দ্রুত শান্তি ফিরে আসে.সুরক্ষিত হয় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। এ জন্য ৭ই নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরনীয় দিন।
মো: মানিক মোল্লা ৭ই নভেম্বরের ন্যায় আবার ও সবাইকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং জিয়াউর রহমানের আর্দশ্যের সর্বস্তরের নেতাকর্মীদের সু- স্বাস্হ্য কামনা করেন।
৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস
�