প্রবাস ডেস্ক: পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবের মক্কায় আল মোকাররমায় যাওয়া এক নারীসহ আরো ৫ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর সৌদিতে হজ পালনের গিয়ে বাংলাদেশি ৩৩ জন হাজির মৃত্যু হয়েছে বলে জানা যায়। এর মধ্যে ৭ জন নারী এবং বাকি ২৬ জন পুরুষ। মক্কায় বাংলাদেশ হজ মিশনের হেল্প ডেস্ক থেকে বৃহস্পতিবার এ ঘটনার সত্যতা নিশ্চিত করাহয়েছে।
মৃত বাংলাদেশি হাজিরা হলেন- মো. আব্দুল গফুর (৮৫)। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তার পাসপোর্ট নং বিএফ-০০৬৮১৯৮ এবং হজ আইডি নং-০৭৭৯০১৯। তিনি গত সোমবার রাত ১০টার দিকে মক্কায় মারা যান। হজ পালনের উদ্দেশে তিনি ফিউচার ওভারসিজের মাধ্যমে গত ৩১ আগস্ট বিমানের বিজি-৫০৪৭ ফ্লাইটে সৌদি আরব এসেছিলেন।
মো. গিয়াস উদ্দিন (৫১)। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। তার পাসপোর্ট নং বিই-০৭২৪৯৪৪ এবং হজ আইডি নং ১০৯৭০৬৭। তিনি বুধবার ৫টার দিকে মক্কায় মারা যান। হজ পালনের উদ্দেশে তিনি পাঞ্জেরি ইন্টারন্যাশনালের মাধ্যমে গত ৩১ আগস্ট সৌদিয়ার এসভি-৫৭৩১ ফ্লাইটে সৌদি আরবে আসেন।
মোহাম্মদ আব্দুল আলীম (৪৮)। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচির উপজেলায়। তার পাসপোর্ট নং এএফ-০৮৫২৯০৯ এবং হজ আইডি নং ১০৪০০২৩। তিনি বুধবার সন্ধ্যা ৬টার দিকে মক্কায় মারা যান। হজ পালনের উদ্দেশে তিনি মদীনা এয়ার এক্সপ্রেসের মাধ্যমে গত ২৯ আগস্ট সৌদিয়ার এসভি-৫৬২৫ ফ্লাইটে সৌদি আরবে আসেন।
মো. নজরুল ইসলাম বালা (৭৪)। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের সখিপুর উপজেলায়। তার পাসপোর্ট নং বিই-০২৬২৪৯৫ এবং হজ আইডি নং ১০৩৯০৩২। তিনি শুক্রবার রাত দুইটার দিকে মক্কার আল নূর হাসপাতালে মারা যান। হজ পালনের উদ্দেশে তিনি মডেল আর্ক ইন্টারন্যাশনালের মাধ্যমে গত ৩ সেপ্টেম্বর বিমানের বিজি-১০৫৭ ফ্লাইটে সৌদি আরব আসেন।
ফাতেমা বেগম (৬২)। তার গ্রামের বাড়ি ফরিদপুরের কোতোয়ালী উপজেলায়। তার পাসপোর্ট নম্বর বিএ-০১৭০৯৫৪ এবং হজ আইডি নাম্বার ১১১০০৭৭। তিনি বৃহস্পতিবার রাত ১২টা ৫১ মিনিটে মক্কা বাংলাদেশ হজ মিশনের মেডিকেল সেন্টারে মারা যান। হজ পালনের উদ্দেশে তিনি আরএসএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে গত ২ সেপ্টেম্বর সৌদিয়ার এসভি ৫১২১ ফ্লাইটে সৌদি আরব আসেন।
উল্লেখ্য: চলতি বছর ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। এর মধ্যে বুধবার পর্যন্ত সৌদিয়া এবং বিমানের ২৫৭টি ফ্লাইটে ৯৫ হাজার ৯২৩ জন সৌদিতে পৌঁছেছেন।
১৭ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/