বৃহস্পতিবার, ০৯ নভেম্বর, ২০১৭, ১১:০৬:৪৪

মেহেদির রঙ না শুকাতেই স্বামীকে হারিয়ে লণ্ডভণ্ড ফারজানার জীবন

মেহেদির রঙ না শুকাতেই স্বামীকে হারিয়ে লণ্ডভণ্ড ফারজানার জীবন

নিউজ ডেস্ক : তিন মাস আগে ফারজানাকে বিয়ে করেন ফরিদগঞ্জ উপজেলার সজীব। কিন্তু জীবিকার টানে ও আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে মাত্র ১৯ দিন আগে পাড়ি জমায় প্রবাসে।

স্বামীর স্বপ্নের বোনা জালে নিজেকে জড়িয়ে যখন আনন্দে আত্মহারা নববধূ ফারজানা, তখন মাত্র একটি খবরেই লণ্ডভণ্ড করে দিল তার জীবন। স্বপ্ন শুরুর আগেই একটি স্বপ্নের করুণ মৃত্যু ঘটল। তার জীবনে নেমে আসে কালো ছায়া।

গত মঙ্গলবার ওমানে অসুস্থ হয়ে মারা যান সজীব হোসেন। মেহেদি রাঙানো রঙ নিজ থেকে উঠে যাওয়ার আগেই যেন ফিকে হয়ে গেল। স্বামী সজীবের আকস্মিক মৃত্যু এখন তার সব আনন্দ-উচ্ছ্বাস সব কেড়ে নিয়েছে।

সজীব উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের সাবেক সেনাসদস্য দুলাল মিয়াজীর ছোট ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, এ বছরের ২৭ জুলাই একই গ্রামের সাহাদাত খানের মেয়ে ফারজানার সঙ্গে সজীবের বিয়ে হয়। গত ১৯ অক্টোবর শ্বশুরের ব্যবসার কাজে সহযোগিতা করা এবং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমান।

গত মঙ্গলবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সে অসুস্থ হয়ে পড়ে। পরে স্বজন ও সহকর্মীরা তাকে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

এদিকে সজীবের মৃত্যুতে বলিয়ারপুরে তার গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। ছেলেকে হারিয়ে তার মা শাহানারা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। বাবাও হয়ে পড়েছেন বাকরুদ্ধ। বিয়ের মেহেদির রঙ না শুকানো সজীবের স্ত্রী ফারজানাকে সান্ত্বনা দেয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না কেউ।

প্রতিবেশীরা জানায়, বাবা-মায়ের মতো সে প্রতিবেশীদেরও অতি আদরের পাত্র ছিল। ভদ্র, নম্র, মিষ্টভাষী এই ছেলেটি ছিল সবার প্রিয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে সজীবের পরিবার সূত্রে জানা গেছে, তারা বুধবার ঘটনা জেনেছেন। তবে কবে নাগাদ সজীবের লাশ দেশে আসবে- তা তারা নিশ্চিত নন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে