বাংলাদেশিদের তথ্য জানতে প্যারিস দূতাবাসে হটলাইন
প্রবাস ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের ৬টি স্থানে সিরিজ হামলায় ১২৮ জন নিহতের প্রেক্ষাপটে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস হটলাইন চালু করেছে। ফলে উদ্ভূত পরিস্থিতিতে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে থাকা তাদের আত্মীয়-স্বজন দূতাবাসের সঙ্গে ফোনে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপরিচালক (মিডিয়া) মোহাম্মাদ কামরুজ্জামান ভুইয়ার বরাত দিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
হটলাইনের জন্য যে টেলিফোন নম্বর দেয়া হয়েছে তা হল +৩৩১৪৬৫১৯০৩৩।
এছাড়া, যোগাযোগ করা যাবে প্যারিসে বাংলাদেশি কমিউনিটির দু’জনের মোবাইল নম্বরেও। এ দু’টি নম্বর হলো +৩৩৬৫১৩৬০২২২ (পিএম রেজা) ও +৩৩৬১৪৪৯৭০৯৫ (ওয়াহিদ ভার তাহের)।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, প্যারিসে হামলায় কোনো বাংলাদেশির হতাহতের ঘটনা ঘটেনি। আর সেখানে থাকা স্বজনদের সম্পর্কে তথ্য জানতে বা জানাতে উপর্যুক্ত হটলাইনে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশিরা।
শুক্রবার (১৩ নভেম্বর) দিনগত প্যারিসের বাতাক্লঁ থিয়েটার হল ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। সেন্ট ডেনিসেও হামলা চালায় বন্দুকধারীরা। একযোগে চালানো এসব হামলায় নিহত হন অন্তত ১৫৩ জন। আহত হন প্রায় শতাধিক লোক। হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট। এ ঘটনায় ফ্রান্সজুড়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
১৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�