শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭, ০৮:৩২:৫৮

সৌদিতে আড়াই লাখ প্রবাসী গ্রেফতার!

সৌদিতে আড়াই লাখ প্রবাসী গ্রেফতার!

প্রবাস ডেস্ক: সৌদি আরবের বাসিন্দা ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে ১৫ নভেম্বর থেকে চলমান অভিযানে সর্বমোট দুই লাখ ৫৩ হাজার ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৫৪ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানোর অপেক্ষায় রাখা হয়েছে আরও ৪১ হাজার তিনশ ২৬ জন প্রবাসীকে। বর্তমানে বিমানের টিকটের জন্য অপেক্ষা করছে তারা।

বৃহস্পতিবার পর্যন্ত এক লাখ ৩৬ হাজার নয়শ ৯৭ জনকে গ্রেফতার করা হয় বাসিন্দা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে। এছাড়া ৮৩ হাজার একশ ৫১ জনকে গ্রেফতার করা হয় শ্রম আইন লঙ্ঘনের দায়ে এবং সীমান্ত সংক্রান্ত আইন অমান্য করার অভিযোগে আরও ৩২ হাজার নয়শ ৩৮ জনকে গ্রেফতার করা হয়।

তিন হাজার একশ ৫৬ জন সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে গ্রেফতার হয়। তাদের মধ্যে ৭৬ শতাংশ ইয়েমেনের নাগরিক। এখন পর্যন্ত ৫৪ হাজার ৯২ জনকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।-সৌদি গেজেট
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে