বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮, ০৬:২৫:২০

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসকর্মীর মৃত্যু

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসকর্মীর মৃত্যু

প্রবাস ডেস্ক: ক্রণিক লিউকেমিয়া ক্যান্সারে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট বিভাগের কর্মী সাইফুল ইসলাম (২৭) মারা গেছেন। বুধবার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে আমপাংয়ের কেপিজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।

পাসপোর্ট অধিদফতরের সহকারী পরিচালক আফজাউল ইসলাম জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৬টায় মালয়েশিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে সাইফুল ইসলামের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।

দূতাবাস সূত্রে জানা গেছে, ৭ জানুয়ারি থেকে জ্বরে আক্রান্ত হন সাইফুল। এর দুদিন পর বুধবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার রক্ত পরীক্ষা করে জানা যায়, তিনি ক্রণিক লিউকেমিয়া ক্যান্সারে আক্রান্ত।

ঝালকাঠি জেলার নলসিটি থানার তিমিরকাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ২০০২ সালে ঢাকা আগারগাঁও হেড অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরিতে যোগদান করেন। কাজের সুবাদে চলতি মাসের ১ তারিখ মালয়েশিয়া যান।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে