প্রবাস ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জার্মান প্রবাসী এক যুবকের কাছ থেকে টাকা লুট ও প্রতারণার অভিযোগে এক ভারতীয় অভিনেত্রীকে আটক করেছে দেশটির পুলিশ। আটকৃত ওই অভিনেত্রীর নাম শ্রুতি পি। সে তামিল সিনেমার উঠতি নায়িকা। বেশ কয়েক বছর ধরেই গ্ল্যামার জগতে নিজের পরিচয় তৈরি করার চেষ্টা করছেন শ্রুতি। ‘আদি পোনা অবনী’ নামে একটি সিনেমায় নায়িকা হিসেবে অভিনয়ও করেছে সে। তবে সে ছবি আজও মুক্তি পায়নি।
জানা গেছে, জন্মসূত্রে তামিলনাড়ুর সালেম এলাকার বাসিন্দা জি বালামুরুগান। বেশ কয়েকবছর আগেই জার্মানিতে চলে যান তিনি। সেখানে এক অটোমোবাইল ফার্মে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। বিয়ের জন্য ভারতীয় মেয়ে খুঁজছিলেন বালামুরুগান। একটি ম্যাট্রিমোনিয়াল সাইটে রেজিস্ট্রার করেন। সেই সূত্রেই শ্রুতি পি নামে ওই অভিনেত্রীর সঙ্গে পরিচয় হয় তার।
বালামুরুগানের জানায়, ছবি দেখেই শ্রুতিকে পছন্দ হয়ে গিয়েছিল তাঁর। তারপর দু’জনের মধ্যে কথাবার্তা এগোয়। বিয়েও পাকা হয়ে যায় বাড়ির লোকের সম্মতিতে। এর মাঝে শ্রুতি তাঁকে জানায় ব্রেন টিউমারে আক্রান্ত সে। শুনে বালামুরুগান চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকা পাঠান। কয়েক মাস বাদে আবার শ্রুতি বলে তাঁর মা হৃদরোগে আক্রান্ত। চিকিৎসার জন্য আরও বেশ কিছু টাকা চাই। প্রবাসী যুবক তাও পাঠান।
অভিযোগ গত এক বছরে এভাবে বালামুরুগানের কাছ থেকে প্রায় ৪১ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রুতি। এরই মধ্যে প্রবাসী যুব নিজের হবু স্ত্রীর ছবি কয়েকজন বন্ধুকে পাঠান। এক বন্ধুর মাধ্যমে তিনি জানতে পারেন শ্রুতি তাঁকে বোকা বানিয়ে এভাবে টাকা আদায় করছে। এরপরই পুলিশের দ্বারস্থ হন প্রবাসী যুবক। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রী শ্রুতি ও তার বাবা-মাকে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এমটি নিউজ/আ শি/এএস