শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫১:২৪

শাহীনকে গ্রেফতার ও নঈম নিজামের পরোয়ানার নিন্দা

শাহীনকে গ্রেফতার  ও নঈম নিজামের পরোয়ানার নিন্দা

প্রবাস ডেস্ক : উত্তর আমেরিকায় বাংলা ভাষায় সর্বাধিক জনপ্রিয় সাপ্তাহিক ঠিকানা’র সম্পাদক মন্ডলীর সভাপতি ও বিএনপি দলীয় সাবেক এমপি ‘এম. এম. শাহীনকে রাজনৈতিক হয়রানীমূলক মামলায়’ গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে প্রেসক্লাবের কর্মকর্তারা একই সঙ্গে ঢাকা থেকে প্রকাশিত সর্বাধিক প্রচারিত দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’-এর সম্পাদক ও টক-শো আলোচক নঈম নিজামকে এক মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি নাজমুল আহসান ও সাধারণ সম্পাদক দর্পণ কবীর এই বিবৃতিতে বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসায় এম.এম. শাহীনকে তাঁর জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কুলাউড়ার একটি রাজনৈতিক কর্মসূচির পরিপ্রেক্ষিতে এম এম শাহীনের বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন নেয়ার জন্যে সম্প্রতি তিনি নিউইয়র্ক থেকে মৌলভীবাজার গিয়ে আদালতে আত্মসমর্পণ করেছিলেন। তার অবিলম্বে নিঃশত মুক্তি এবং হয়রানিমূলক মামলা থেকে নাম প্রত্যাহারের দাবি জানান তারা।

বিবৃতিতে বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক নঈম নিজামকে মামলার হয়রানী থেকে রেহাই দিতেও সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
১৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে