জামান সরকার, হেলসিংকি, ফিনল্যান্ড প্রতিনিধিঃ গত বছরের তুলনায় ফিনল্যান্ডে শরণার্থীর বৃদ্ধির হার ৬৭ শতাংশ। এদিকে সমগ্র ইইউ দেশগুলি জুড়ে উদ্বাস্তু আশ্রয়ের হার ১৫ শতাংশ বেশী। গত কয়েক মাসে ফিনল্যান্ডে আগত শরণার্থী সংখ্যা সমগ্র ইইউর অন্যান্য দেশগুলির তুলনায় অনেক বেশী দ্রুততম।
ফিনিশ প্রধানমন্ত্রী উইহা সিপিলা বলেছেন, ফিনল্যান্ডে অর্থনীতির চেয়েও বড় সমস্যা শরণার্থী। প্রতিদিন ৮০০ থেকে ১০০০ উদ্বাস্তু প্রবেশ করছে এবং প্রতি ঘন্টায় উদ্বাস্তু পরিস্থিতির মনিটরিং করা হচ্ছে। ফিনল্যান্ডে সিংহভাগ শরনার্থীর আগমন সুইডেনের সীমান্তবর্তী শহর তরনিও ও হাপারান্তা শহর দিয়ে।
১৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস