আমিনুল ইসলাম, কাতার প্রতিনিধি: বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাতারস্থ ধানসিড়ি বিএনপির সদস্য সচিব শরিফুল হক সাজু বলেন, নির্বাচন থেকে দুরে রাখতে খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার প্ররোচিত হয়ে আদালত খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়েছেন। এই মামলার খালেদা জিয়া জড়িত ছিল না।
অন্যদিকে কাতার আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরি বলেন, বাংলাদেশের একটি যুগান্তকারী রায় হয়েছে। দলীয় বিবেচনা না করে এটা আমি বলতে পারি বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। বিচার ব্যবস্থার উপর কোন রকমের হস্তক্ষেপ করা হয় নেই, বরং এটাই প্রমাণিয় হয়েছে দুর্নীতি যেই করুক তার বিচার হবেই।
অপরদিকে কাতার প্রবাসী সাধারণ জনগণ মনে করেন, কেউ অপরাধ করলে বিচার হবে এটাই স্বাভাবিক কিন্তু বিচার কেন্দ্র করে যাতে কেউ দেশে অরাজকতা বিরাজ না করে সে দিকে লক্ষ রাখার অনুরোধ জানান প্রবাসীরা।-বিডি প্রতিদিন
এমটি নিউজ/এপি/ডিসি