শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:৫৫:৫২

‘আমার কিছু হলে আমার বাচ্চাগুলোর কি হবে?’

‘আমার কিছু হলে আমার বাচ্চাগুলোর কি হবে?’

শিহাবউদ্দিন কিসলু  :   যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগের তৎপরতায় গ্রেফতার আতঙ্কে দিন কাটাচ্ছেন কাগজপত্রহীন প্রবাসীরা। গত এক মাসে ১২ জন বাংলাদেশি প্রবাসীকে নিউইয়র্কসহ বিভিন্ন রাজ্য থেকে গ্রেফতার করা হয়।

যাদের অনেককেই দেশে ফেরত পাঠানো হয়েছে। এসবের জন্য কমিউনিটির অসাধু ব্যক্তিদের দৌরাত্ম এবং প্রবাসীদের অসচেতনতাকে দায়ী করেছেন মানবাধিকারকর্মীরা।    নিউইয়র্কের এ বৃষ্টি যেনো, অসংখ্য কাগজপত্রহীন অভিবাসীর নীরব কান্না হয়ে ঝরছে।

মার্কিন অভিবাসন বিভাগের অভিযানে স্বামী আমিনুল ইসলাম গ্রেফতার হওয়ার পর আটক আতঙ্কে দিশেহারা রোজিনা আকতারও। তিন সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে থাকতে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আটক অভিবাসী আমিনুল ইসলামের স্ত্রী রোজিনা আকতার বলেন, 'ওর বাবা নেই এখন, আমি আমার শিশুদের কাছে আছি। কিন্তু ১৫ তারিখের পর আমার কিছু হলে আমার বাচ্চাগুলোর কি হবে?

কমিউনিটিতে অসাধু ব্যক্তিদের দৌরাত্ম এবং প্রবাসীদের অসচেতনতার কারণে জীবন মরণের ফাঁদে পড়ছেন অনেকে। এমন অভিযোগ রোজিনা-আমিনুল দম্পতির সহায়তায় এগিয়ে আসা মানবাধিকার কর্মীদের।

মানবাধিকার কর্মী মোহম্মদ টিপু সুলতান বলেন, 'বাংলাদেশি কমিউনিটি দের মধ্যে যারা এই ধরনের ইমিগ্রেশনের বিভিন্ন সেমিনার করে বেড়াচ্ছেন, আমার মনে হয় না তারা আসলেই কোনভাবে সাহায্য করতে পারছে।'

মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে আতঙ্কে রয়েছেন প্রবাসীরা। গেল এক মাসে ১২ জন কাগজপত্রহীন বাংলাদেশী প্রবাসীকে আটক করেছে মার্কিন অভিবাসন বিভাগ। এদের মধ্যে বেশ কয়েকজনকে বাংলাদেশ ফেরত পাঠানো হয়েছে। বাকিদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে