আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ী খুন
প্রবাস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা নোয়াখালী সদর উপজেলার মোঃ খলিলুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গত ১৬ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১১ টার দিকে জবাই করে খুন করার পর তার চোখ উপড়ে পেলে। বুধবার দুপুরে নিহতের গ্রামের বাড়ি নোয়াখালীতে এ খবর পৌঁছে।
নিহত খলিলুর রহমানের গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার ৪নং কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী গ্রামের আফজল হাজী বাড়ি। তিনি দক্ষিণ আফ্রিকায় নিজ উদ্যোগে ব্যবসা করতেন। তার বাবার নাম মৃত রফিক উল্যা। বাড়িতে তার স্ত্রী ফাতেমা বেগম রুমা, তাদের একমাত্র সন্তান মোঃ সিজান নোয়াখালী জেলা স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ছে।
এলাকাবাসী জানান, গত ৮ বছর আগে খলিলুর রহমান বসত বাড়ির বাইরে পৈতৃক সূত্রে পাওয়া সর্ব শেষ ৫ শতাংশ জমি বিক্রি করে দক্ষিণ আফ্রিকা যায়। প্রায় দু’বছর ধরে একটি দোকানে চাকরি করার পর নিজেই স্টেশনারী দোকান দেয়। গত ১৬ আক্টোবর স্থানীয় সন্ত্রাসীরা মোটা অঙ্কের চাঁদা দাবী করে খলিলুর রহমানের কাছে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা বাংলাদেশ সময় রাত ১১ টায় খলিলুর রহমানের দোকানের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে যায়। এ সময় খলিলুর রহমান তাদেরকে বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে খুন ও চোখ উপড়ে পেলে। হত্যার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। বুধবার দুপুরে আশপাশের ব্যবসায়ীরা বন্ধ দোকান খুলে খলিলের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
সাউথ আফ্রিকার বাঙালিরা মৃতদেহ দেশে পাঠানোর চেষ্টা করছে। তার মৃতদেহ আগামী শুক্রবার বা শনিবার দেশে আনা হবে বলে ধারণা করা হচ্ছে।
১৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�