মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:৩২:৩০

খালেদার মুক্তির দাবিতে যুক্তরাজ্যে বিএনপির বিক্ষোভ

খালেদার মুক্তির দাবিতে যুক্তরাজ্যে বিএনপির বিক্ষোভ

প্রবাস ডেস্ক: দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার পর কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শত শত নেতাকর্মী বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।

গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত হওয়া সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়। এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

নেতাকর্মীরা দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন এবং সমাবেশ শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, বিএনপি নেতা আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, গোলাম রাব্বানী সুহেল, শহিদুল ইসলাম মামুন, কামাল উদ্দিন, ড. মুজিবুর রহমান, খসরুজ্জামান খসরু, মিবাহউজ্জামান সুহেল, নাসিম আহমদ চৌধুরী, লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কুদ্দুছ, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, কলচেস্টার বিএনপির সভাপতি মিসবাহ উদ্দিন, ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, যুক্তরাজ্য যুবদল সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, জাসাস সভাপতি এমাদ হোসেন এবং সাধারণ সম্পাদক তাসবির চৌধুরী শিমুল প্রমুখ।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা দেন আদালত। এছাড়া রায়ে তারেক রহমানসহ মামলার অন্য পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রায় ঘোষণার পর খালেদা জিয়াকে কারাগারে নেয়া হয়।
এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে