বুধবার, ০৪ এপ্রিল, ২০১৮, ০৪:৫০:৫১

আওয়ামী লীগ লেবানন শাখা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আওয়ামী লীগ লেবানন শাখা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ওয়াসীম আকরাম লেবানন থেকে: গত রোববার  পহেলা এপ্রিল বৈরুতের পাশের এলাকা লাইলাকি কামাল হোটেল অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

লেবানন আওয়ামী লীগের  সভাপতি বাবুল মুন্সীর সভাপতিত্বে  মশিউর রহমান টিটু  ও সহ সভাপতি রুবেল আহমেদ এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন  বাংলাদেশ সরকারের নিযুক্ত  বৈরুত দূতাবাসে মান্যবর রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতালয় প্রধান (কাউন্সেলর) সায়েম আহমেদ এবং দূতাবাসের  কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে আ’লীগের পক্ষ থেকে  মশিউর রহমান টিটু  প্রধান অতিথি মান্যবর  রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকারকে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে ও বিভিন্ন সমস্যা সমাধানে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ “শ্রেষ্ঠ জনবান্ধব রাষ্ট্রদূত” উল্লেখ করে একটি ক্রেস্ট উপহার তুলে দেন। পরে রাষ্ট্রদূত এবং কাউন্সেলরকে আ’লীগ এবং বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দরা ফুল দিয়ে বরন করেন।

দীর্ঘদিন যাবত বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখা মেয়াদকাল শেষ হওয়ায় সভায় সবার উপস্থিতি ও মতামত ভিত্তিতে  তিন সদস্যের কমিটি ঘোষণা করা হয়।এতে  সভাপতি বাবুল মুন্সিকে পুনরায়  বহাল রেখে সুফিয়া আক্তার বেবী সিনিয়র সহ সভাপতি ও মশিউর রহমান টিটু সাধারণ সম্পাদক স্হান পায়।

নব নির্বাচিত কমিটির উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন, কেউ কেউ দায়িত্ব পেয়ে নিজেদেরকে অনেক বড় মনে করেন। আসলে দায়িত্ব মানুষের জন্য অনেক কর্তব্য নিয়ে আসে। সেই কর্তব্যগুলো যদি ঠিকমত  পালন করতে পারেন, তাহলেই  সেটির সুষ্ঠু ব্যবহার হবে। আমি আশা করবো আপনারা যারা দায়িত্বে এসেছেন  যথাযথভাবে  দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, অতীতে  লেবাননে আ’লীগের ২/৩টা কমিটি ছিল। আমরা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে একটি করার জন্য অনুরোধ করি। এক্ষেত্রে বাবুল মুন্সী সভাপতি এবং মশিউর রহমান টিটু সাধারণ সম্পাদক ব্যতিত আ’লীগের অন্য কোন কমিটিকে আমরা একসেপ্ট করবো না। কারণ, বাংলাদেশ কমিউনিটির মধ্যে আমরা কোন বিভাজন দেখতে চাই না বলেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এছাড়া রাষ্ট্রদূত বলেন, লেবাননে আ’লীগের অন্য কোন কমিটিকে আমরা আর স্বীকৃতি দেবো না। যদি কেউ আলাদাভাবে কমিটি করতে চান এক্ষেত্রে  কোন আপত্তি নেই। তবে ‘ব্রেকেটে’  ঘোষিত কমিটির সভাপতি/সম্পাদকের নাম ব্যবহার করার আহবান জানান।

দিবসটি  উপলক্ষ্যে রাষ্ট্রদূত বলেন, ২৬ মার্চ  অত্যন্ত গৌরবের একটি দিন। ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাত্রিতে পাকিস্তান হানাদার বাহিনীর অবসাদ আক্রমনের মাধ্যমে যে স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত হয়েছিল, একই বছরের ১৬ ডিসেম্বর সেই পাক বাহিনীর অপমানজনক আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল আমাদের বিজয়। লাল -সবুজের পতাকায় , ৫৫,৫৫৪ বর্গ কিঃমিঃ  সীমানায়  একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ পায় বাংলাদেশ। তিনি  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে  গভীর শ্রদ্ধার সাথে স্মরণের সাথে আরো শ্রদ্ধার স্মরণ করেন  ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনদেরকে  যাদের ইজ্জতের বিনিময়ে অর্জন হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা।

মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের উন্নয়ন সম্পর্কে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ দশটি মেঘা প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, অচিরেই বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। এজন্য দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করেন তিনি।

কাগজপত্র বিহীন প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন, এখন আর বিনা জরিমানায় দেশে যাওয়ার কোন সুযোগ নেই। তবে জরিমানা দিয়ে দেশে ফেরত  যেতে পারবেন। এক্ষেত্রে দূতাবাস থেকে ফরম নিয়ে তা পূরণ করে জরিমানাসহ দূতাবাসে জমা দিতে হবে। প্রতি বছর  পুরুষ ৪ লক্ষ এবং মহিলা ৩ লক্ষ লেবানিজ লিরা।   পাশাপাশি যাদের আকামা সমস্যা আছে এসব সমস্যা নিরসনে দূতাবাস কাজ করে যাচ্ছে।

সভায় আরো উপস্থিত ছিলেন, লেবানন আ’লীগের আজীবন সদস্য আবুল বাশার প্রধান,সাবেক  উপদেষ্টা মন্ডলীর সদস্য ইসমাইল চৌঃ আকরাম, আতিকুর রহমান, আজাদ মিয়া, মোহাম্মদ আলী, মানিক সরকার, বাবুল মিয়া, শেখ ফাইজুল ইসলাম, আনোয়ার জোয়াদ্দার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক প্রচার সম্পাদক মহসীন মৃধা, মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির সভাপতি সৈয়দ আমির হোসেন, সেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ ও সাবেক  সিনিয়র সহ-সভাপতি আজাদ মিয়া প্রমুখ।

সভায়  বক্তারা বলেন, লেবাননে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা সমাধানকল্পে জনবান্ধব রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার যে অগ্রণী ভূমিকা রেখেছে। তা লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা কোনদিন ভুলবে না। পাশাপাশি শেখ হাসিনা সরকারের হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিয়ে আবারও জয়যুক্ত করতে সকলকে অনুরোধ করেন।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু বক্তৃতাকালে, আবেগে কেঁদে ফেলেন।  তিনি বলেন, আপনারা আজ আমায় যে সম্মান দিলেন দোয়া করবেন আমি যেন পূর্ণ বিশ্বাসের সহিত আপনাদের সম্মান ধরে রাখতে পারি। আপনাদের এ ভালবাসার কাছে আমি চিরঋণী। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করার কথা বলে সমাপনী বক্তব্য রাখেন  সভাপতি বাবুল মুন্সী।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরো অডিটোরিয়াম মাতিয়ে তুলেন।  প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে