বুধবার, ১১ এপ্রিল, ২০১৮, ১২:৪৪:০০

সৌদি প্রবাসী বাংলাদেশীদের জন্য দারুণ সুখবর!

সৌদি প্রবাসী বাংলাদেশীদের জন্য দারুণ সুখবর!

গুরাইয়াত ও তাবারজল শহরে প্রায় পাঁচ শত অভিবাসী শ্রমিক কনস্যুলার সেবা গ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশীরা দূতাবাসের সেবা গ্রহণের জন্য খুব সকালে এসে অপেক্ষা করেন। সহজে ও দ্রুত সেবা প্রাপ্তির কারণে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এ ধরনের সেবা অব্যাহত রাখার জোর দাবি জানান।

দূতাবাসের কার্যালয় প্রধান কাউন্সেলর ড. ফরিদ উদ্দিন, সোনালী ব্যাংক প্রতিনিধি আবদুল ওয়াহাব ও প্রেস উইং এর দ্বিতীয় সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম কনস্যুলার সেবা প্রদান করেন।

সৌদি আরবের সকল প্রান্তে অভিবাসী শ্রমিকদের কনস্যুলার সেবা প্রদান সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবে প্রায় ২২ লক্ষ প্রবাসী বাংলাদেশীকে সেবা প্রদানে দূতাবাস ও কনস্যুলেট বদ্ধপরিকর।

অভিবাসী শ্রমিকগণ যাতে সময়মত ও সহজে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারে এজন্য দূতাবাসে সরাসরি সেবা প্রদানের পাশাপাশি দূর-দূরান্তে অবস্থিত শহরে নিয়মিত কনস্যুলার সেবা প্রদান করা হচ্ছে। এতে সময় মত সেবা প্রাপ্তির সাথে সাথে তাদের সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে।

রাষ্ট্রদূত আরও বলেন, বর্তমানে অভিবাসী শ্রমিকদের বিভিন্ন সেবা সহজে প্রদানের লক্ষে এ টু আই প্রকল্পের আওতায় বিভিন্ন শহরে ৬ টি প্রবাসী সেবা কেন্দ্র খোলা হয়েছে, যেখান থেকে সপ্তাহের যেকোনো দিন সেবা গ্রহন করা যায়। পর্যায় ক্রমে সৌদি আরবের সকল শহরে প্রবাসী সেবা কেন্দ্র খোলা হবে বলে তিনি উল্লেখ করেন।

কনস্যুলার সেবার পাশাপাশি অভিবাসী শ্রমিকদের বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হয় এবং বৈধ পথে দেশে রেমিট্যান্স প্রেরণের জন্য উদ্বুদ্ধ করা হয়।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে