বাংলাদেশের পক্ষ থেকে সৌদি সরকারকে প্রস্তাব
প্রবাস ডেস্ক: বাংলাদেশ থেকে প্রচুর নারীও পুরুষ শ্রমিক নিতে সৌদি সরকারকে প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় এই অর্থমন্ত্রী সৌদি আরব সফরে রয়েছেন। সেখানে তিনি সৌদি অর্থমন্ত্রী ইব্রাহীম বিন আব্দুল আজিজ আল আসসাফ এবং রিয়াদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই প্রস্তাবটি তুলে ধরেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, চলমান নারী শ্রমিকের পাশাপাশি পুরুষ শ্রমিক নিতে সৌদি সরকারকে আমরা প্রস্তাব দিয়েছি। নারী শ্রমিক আছে যারা তারা এখন একা একা বিদেশ আসা নিরাপদ মনে করেনা। তাই নারী পুরুষ এক সঙ্গে আনা হলে স্বামী-স্ত্রী, ভাই-বোন এক সঙ্গে আসতে পারবে। তাই নারী শ্রমিকের পাশাপাশি হাউজ ড্রাইভার এবং মালি আনা হলে অধিক সংখ্যক নারী শ্রমিক পাওয়া সম্ভব। তিনি আরো জানান, সৌদির পক্ষ থেকে এখনো কেনো প্রতিশ্রুতি দেয়নি। তবে তারা এটা ভেবে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান অর্থমন্ত্রী।
২৫ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�