জাতিসংঘের প্রধানের হাতে পরিচয়পত্র প্রদান
প্রবাস ডেস্ক: জাতিসংঘে বাংলাদেশের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন সরাসরি সংস্থাটির প্রধান বান কি মুনের হাতে তাঁর পরিচয়পত্র প্রদান করেছেন। তিনি হলেন বাংলাদেশের ১৪ তম স্থায়ী প্রতিনিধি। বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করেন ১৯৭৪ সালে। মোমেন এর আগে জাপানে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।
পরিচয়পত্র প্রদান কালে মোমেন জাতিসংঘের মহাসচিবের কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। মোমেন আগামী বছর ‘ওয়ার্ল্ড হিউম্যানেটারিয়ান সামিট’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান। এ সময় মুন জাতিসংঘে এলডিসি গ্রুপের সভাপতি, শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠাসহ টেকসই উন্নয়নের বিভিন্ন খাতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আশ্বাস দেন।
২৫ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�