এটা দিল্লি থেকে ঢাকায় ফিরে আনার দাবি প্রবাসীদের
প্রবাস ডেস্ক: বাংলাদেশিদের জন্য ব্রিটেনের ভিসা ইস্যুকেন্দ্র ভারতের রাজধানী দিল্লি থেকে বাংলাদেশের ঢাকায় ফিরিয়ে আনার দাবিতে লন্ডনে গোলটেবিল বৈঠক হয়েছে। এই দাবি আদায়ের জন্য স্বাক্ষর সংগ্রহ এবং যুক্তরাজ্যের পার্লামেন্টে দাবি উঠানো হবে। এ জন্য কাজ করছেন প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহৎ সংগঠন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের জাতীয় নির্বাহী কমিটি। এই নিয়ে লন্ডনের মন্টিফোর সেন্টারে বাংলাদেশি প্রবাসীদেন নিয়ে একটি সভা হয়। উক্ত সভায় বক্তারা বলেন, বাংলাদেশিদের জন্য ব্রিটিশ ভিসার ইস্যুকেন্দ্র ঢাকা থেকে দিল্লিতে স্থানান্তরের কারণে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশি ভিসাপ্রার্থীরা। তাই গত কয়েক মাসে বাংলাদেশিদের আবেদনের বিপরীতে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা ইস্যুর হার নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। সভায় ভিসা ইস্যুকেন্দ্র পুনরায় বাংলাদেশে স্থানান্তরের দাবি আদায়ে ৫১ সদস্যবিশিষ্ট একটি কমিটি হয়েছে। এ কমিটির উদ্যোগে দাবি বাস্তবায়নে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনার জন্য এক লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
২৫ নভেম্বর,২০১৫এমটি নিউজ২৪ আল-আমিন এএস
�