প্রবাস ডেস্ক: বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ধর্ষণ বিষয়ে একটি লেখাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।‘শারীরিক নির্যাতনকারীর কাছে নারীর কোন ধর্ম নেই’ শীর্ষক একটি লেখার কারণে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে মানিক আলবাইনাস ও দৈনিক আল ইহসান পত্রিকার সম্পাদক মাহবুব আলম রাজধানীর শাহজাহানপুর থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় তসলিমা নাসরিনসহ চারজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন অনলাইন পোর্টাল ‘উইমেন চ্যাপ্টার’ সম্পাদক সুপ্রীতি ধর, সুস্মিতা শিমসি ও লীনা হক।
এ বিষয়ে মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বলেন, মাহবুব আলমের আবেদনের প্রেক্ষিতে আদালত শাহজাহানপুর থানার ওসিকে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশনার প্রেক্ষিতে বৃহস্পতিবার বাদীর অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহণ করা হয়।
সূত্র থেকে জানা যায়, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় শাহজাহানপুর থানায় মামলা দায়েরের জন্য গেলে কর্তৃপক্ষ তা গ্রহণ না করে আদালতে যাওয়ার পরামর্শ দেয়। এরপর মাহবুব আলম আদালতে আবেদন করলে ১৯ এপ্রিল আদালত শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা নেয়ার নির্দেশ দেন।
এমটি নিউজ/এপি/ডিসি