বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৪:৫০:২১

মালয়েশিয়ায় পুরস্কার পেলেন শেকৃবির সেই ছাত্রটি

মালয়েশিয়ায় পুরস্কার পেলেন শেকৃবির সেই ছাত্রটি

প্রবাস ডেস্ক: মালয়েশিয়ার প্রবাসী জীবনে দুধ ও দুগ্ধজাত খাদ্যে মাত্র ৫ সেকেন্ডে ফরমালিন এবং ৩০ সেকেন্ডে মেলামিন শনাক্ত করার পদ্ধতি উদ্ভাবন করেন সাফল্য হয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিকুজ্জামান সিদ্দিকী। মাইক্রোইলেকট্রড পোর্টেবল ডিভাইস নামের এই ফরমালিন ও মেলামিন শনাক্ত করার যন্ত্রটি এরই মধ্যে গোটা বিশ্বের বিজ্ঞানীদের নজর কেড়েছেন তিনি। তাই বিজ্ঞানী ড. শফিকুজ্জামান সিদ্দিকীকে মালয়েশিয়ায় বেস্ট ইন্টারপিনোশিপ প্রজেক্ট পক্ষ থেকে অ্যাওয়ার্ড-২০১৫ পুরস্কার দিয়ে ভূষিত করেন। শফিকুজ্জামান বর্তমানের ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহর বিশ্ববিদ্যালয়ের জৈব-প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের বায়োসেন্সর রিসার্স গ্রুপের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, শফিকুজ্জামান ১৯৯৮ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। কুয়ালালামপুরের রয়্যাল চুলান হোটেলে সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ড. শফিকুজ্জামান সিদ্দিকীর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। তার এই আবিষ্কার যন্ত্রটি ২০১৬ সালের মধ্যে বাজারে আসবে বলে তিনি জানান। ড. শফিকুজ্জামান সিদ্দিকী এর আগে টেকসই কৃষি উন্নয়নে অবদান রাখায় জাপানের টোকিও থেকে প্রোসপার ডটনেট-স্কোপাস ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পুরস্কার পান। এ ছাড়া একটি আবিষ্কার স্বত্ব (প্যাটেন্ট) এবং ১৩ গবেষণা পুরস্কার পেয়েছেন তিনি। ২০১১ সালে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া থেকে বর্ষসেরা স্নাতকোত্তর শিক্ষার্থী হিসেবে বেস্ট পোস্ট গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড পান তিনি। এছাড়াও ২০১২ ও ২০১৩ সালে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বার্ষিক প্রশংসনীয় সেবা পুরস্কার পেয়েছেন শফিকুজ্জামান। ২০০৮ সাল থেকে ইউনিভার্সিটি অব পুত্রা মালয়েশিয়া ও ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহর গবেষণা ও আবিষ্কার সংক্রান্ত প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক পান এই বাংলাদেশি। ড. শফিকুজ্জামানের পাবনার সাঁথিয়ায় সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে ১৯৭৭ সালে ১৩ ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন। ১৯৯১ সালে নাড়িয়া গদাই উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৩ সালে এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি। ২৬ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে