চীনের মাটিতে বাংলাদেশি শরীফুলের শীর্ষ স্থান অর্জন
প্রবাস ডেস্ক: চীনের মাটিতে শীর্ষ ফটোগ্রাফার হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশি ছেলে শরীফুল ইসলাম। রেডিও চায়না, চায়না দূতাবাস ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে সম্প্রতি আয়োজন করা হয় 'ইমেজ অব ফ্রেন্ডশীপ বিটুইন চায়না অ্যান্ড বাংলাদেশ। সেখানের প্রায় আঁড়াই হাজার প্রতিযোগির মধ্যে শরীফুল ইসলাম শীর্ষ স্থান দখল করেন। এছাড়াও শরীফুল এই প্রতিযোগিতায় ল্যান্ডস্কেপ, পোট্রেট ও মানবিক আবেদন রাখেন। চীনের মাটিতে তার এই কৃতীর জন্য তিনটি বিভাগে ২টি বিশেষ পুরস্কারসহ মোট ২০টি পুরস্কার পান শরীফুল।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বর্তমানে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াতে স্টাফ ফটোজার্নালিস্ট হিসেবে কাজ করছেন। শরীফুল বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট থেকে পেশাদার সাংবাদিকতার ওপর পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা করেন। এ ছাড়া সাউথ এশিয়ান ইন্সটিটিউট অব ফটোগ্রাফি পাঠশালা থেকে ফটোজার্নালিজমের ওপর ডিপ্লোমা করেন।
২৬ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস