‘সহজ ভিসায় ছাত্রদের জন্য অস্ট্রেলিয়া’
প্রবাস ডেস্ক : বাংলাদেশ থেকে কৃষিখাতে কর্মী নেয়া ও সহজ ভিসায় ছাত্রদের জন্য অস্ট্রেলিয়ায় যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়।
বৈঠকে অংশগ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও অস্ট্রেলিয়ার বহির্গমন ও সীমান্ত রক্ষামন্ত্রী পিটার ডিউটন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার তথ্য জানানো হয়।
বৈঠকে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর সম্প্রসারণ ও শক্তিশালীকরণে সার্বিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয়।
বৈঠকে অস্ট্রেলিয়ার মন্ত্রী বাংলাদেশি ছাত্রদের জন্য ভিসা সহজ করার আশ্বাস দেন। আরো বেশি সংখ্যক ছাত্র দেশটিতে পড়তে যেতে পারবেন বলেও আশা প্রকাশ করা হয়।
ছয়দিনের সরকারি সফরে শ্রমবাজার সম্প্রসারণের লক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। পাঁচ সদস্যের প্রতিনিধিত্ব করছেন তিনি।
বাংলাদেশ দক্ষ কর্মী তৈরিতে আরো বেশি সক্ষম বলে অস্ট্রেলিয়ার মন্ত্রী পিটার ডিউটনকে জানান নুরুল ইসলাম বিএসসি। বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে দক্ষ কর্মী নেয়ার বিষয়েও অনুরোধ করেন।
২৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�