মঙ্গলবার, ২২ মে, ২০১৮, ১১:১৯:০৩

সৌদি ফেরত নারীরা দেশে এসে বানানো কাহিনী বলছেন-সচিব

সৌদি ফেরত নারীরা দেশে এসে বানানো কাহিনী বলছেন-সচিব

প্রবাস ডেস্ক: সৌদি বাজারে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বেশ কিছু বছর ধরে পুরুষের পাশাপাশি নারী শ্রমিকও দিচ্ছে বাংলাদেশ। এই ক্ষত্রে বেশ সুনামঅ অর্জন করে ফেলেছিলো বাংলাদেশ।

কিন্তু নতুন করে কাহিনি শুরু হয় ২০ই মের পর থেকেই। ২০ই মে ২০-২২ জন নারী শ্রমিক বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশে ফিরে এসেই তারা জানান তাদের ভোগান্তির কথা। অবে এই বহশয়টির সাথে একমত নন জনশক্তি মন্ত্রানলয়ের সচিব নমিতা হাওলাদার।

এ বিষয়ে নমিতা হালদার বলেন, ‘গত পরশু সৌদি থেকে ২১ জন দেশে এসেছে। তাদেরকে কোনো ধরনের নির্যাতন করা হতো না।’অনেকে অভিযোগ করছেন তাদেরকে নির্যাতন করা হতো। এ বিষয়ে সচিব বলেন, ‘আপনারা গিয়ে খবর নেন।’

দেশে ফিরে দে জাস্ট মেক স্টোরি (তারা গল্প বানায়)। ভালো লাগে না, চলে যাও। কিন্তু এত বড় চুক্তির অধীনে যে তারা গেছে, যাওয়ার সময় দেশ থেকে এসব তাদের বলা হয় না।
এমটিনিউজ২৪.কম/ইমরান/এমএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে