প্রবাস ডেস্ক: প্রথম বাংলাদেশি হিসেবে প্রাদেশিক এমপি নির্বাচিত হয়েছেন ডলি বেগম। কানাডার অন্টারিও প্রদেশের ৪২তম প্রাদেশিক নির্বাচনে এমপি হিসেবে নির্বাচিত হন ডলি বেগম।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে টরেন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে ১৪ হাজার ১৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ডলি। তিনি কানাডার অন্যতম রাজনৈতিক দল এনডিপি থেকে নির্বাচনে অংশ নেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিসি পার্টির গ্যারি এলিস পেয়েছেন ১৩ হাজার ৫৯২ ভোট।
ডলি গত এপ্রিলে ন্যাশনাল ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে মনোনয়ন পান। ‘আমাকে নির্বাচিত করুন, আমি আপনাদের আশাহত করব না।’ ছিল ডলির নির্বাচনী স্লোগান।
সিলেটের মৌলভীবাজার জেলায় ডলি বেগমের বাবার বাড়ি। তিনি ছোট বেলায় মা-বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে কানাডায় এসেছিলেন।
ডলি বেগম টরন্টো ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ডেভেলপমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন ও প্ল্যান্টে মাস্টার্স করেছেন। এরপর তিনি স্কারবোর হেলথ কোলিশনের কো-চেয়ার এবং ওয়ার্ডেন উডসস কমিউনিটি সেন্টারের ভাইস-চেয়ার হিসাবে কাজ করেছেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস