শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫, ১১:৩৮:৩৫

বাংলাদেশে সার কারখানা করতে চান সৌদি প্রবাসীরা

বাংলাদেশে সার কারখানা করতে চান সৌদি প্রবাসীরা

প্রবাস ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে একটি সার কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছেন। এছাড়া গার্মেন্টস, ফার্মাসিউটিক্যাল, শীপ বিল্ডিং শিল্পে বাংলাদেশের উজ্বল সম্ভাবনার বিষয় তুলে ধরে এসব ক্ষেত্রে সৌদি ব্যবসায়ীদের বিনিয়োগেরও আহ্বান জানান। জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের কনফারেন্স রুমে জেদ্দা চেম্বারের সেক্রেটারী জেনারেল আদনান এইচ মানদুরার নেতৃত্বে চেম্বারের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই অুরোধ জানানো হয়। এসময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল একেএম শহিদুল করিম, মিশন উপ-প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম, ইকোনমিক কাউন্সিলর আবুল হাসান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব সেলিম রেজা, উপ-সচিব হাসান খালেদ ফয়সল, এফবিসিসিআইয়ের ভাইস-প্রেসিডেন্ট মাহবুবুল আলম, জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর মোকাম্মেল হোসেন, আছিয়া খাতুন, কনসাল রেজা ই রাব্বি সহ দু’দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। ২৮ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে