রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ১১:২০:৫১

দাঙ্গাবাজরা বই পড়ে না : তসলিমা

দাঙ্গাবাজরা বই পড়ে না : তসলিমা

প্রবাস ডেস্ক : দাঙ্গার জন্য লেখকরা নয়, দাঙ্গাবাজরা দায়ী। দাঙ্গাবাজরা বই পড়ে না। দিল্লিতে টাইমস লিটফেস্টে দর্শণার্থীদের উদ্দেশ্য এসব বলেছেন বাংলাদেশের বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। তসলিমা নাসরিনের একটি নিবন্ধ ভারতের কানাড়ার একটি পত্রিকা অনুমতি ছাড়াই প্রকাশ করে।এতে সেখানে দাঙ্গার সূত্রপাত ঘটে। এ সম্পর্কে তসলিমাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি বোরখার বিরুদ্ধে লিখি।যদি আমার লেখা কারও পছন্দ না হয়, তারাও এর বিরুদ্ধে আরেকটি লিখতে পারে। মানুষকে মারা উচিৎ নয় তাদের। ফাতওয়া দেয়া উচিৎ নয় তাদের। ওই পত্রিকাটি আমার লেখা অনুমতি ছাড়াই ছাপিয়েছে। এতে মেধাসত্ব লঙ্ঘিত হয়েছে। কিন্তু দাঙ্গার জন্য পত্রিকাকে দায়ী করা যায় না। অনুষ্ঠানে তসলিমার পাশাপাশি উপস্থিত ছিলেন অনেক নামজাদা সাংবাদিক ও লেখক। তারাও বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলন। অপর এক প্রশ্নের জবাবে তসলিমা বলেন, আমি মনে করি, মৌলবাদীরা আমাকে হত্যা করতে চায়। কিন্তু আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই। আমি যদি লেখালেখি থামাই, এর অর্থ তারা জিতে গেল ও আমি পরাজিত হয়ে গেলাম। আমি সেটা করতে চাই না। আমি স্তব্ধ হব না। আমি আমৃত্যু তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। ২৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে