এবার বাংলাদেশের হাইকমিশনারকে পাকিস্তানে তলব
প্রবাস ডেস্ক : ১৯৭১ সালে সংগঘঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মৌসুমী রহমানকে তলব করেছে। আজ সোমবার বিকেলে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়।
গত বুধবার দেশটির জাতীয় পরিষদের সদস্য শেখ আফতাব আহমেদ পাকিস্তানের জাতীয় পরিষদে এ কথা জানান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। বিবৃতিতে বলাহয়, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছেন। গত ২৩ নভেম্বর বাংলাদেশ সরকার পাকিস্তানের বিরুদ্ধে যে ভিত্তিহীন ও অমূলক অভিযোগ এনে নোট দিয়েছিল তাও প্রত্যাখ্যান করছে পাকিস্তান সরকার। একই সাথে যুদ্ধের নৃশংসতায় পাকিস্তানের সম্পৃক্ততা নিয়ে যে পরোক্ষ ইঙ্গিত দেওয়া হয়েছিল তাও প্রত্যাখ্যান করা হচ্ছে।’
বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করতে পাকিস্তান সরকারের প্রতি দাবি জানিয়েছেন দেশটির জাতীয় পরিষদের সদস্যরা। তারপরই পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করে। এই মন্তব্যের একদিন পর বাংলাদেশের হাইকমিশনারকে তলবের কথা জানানো হলো।
উল্লেখ্য : ১৯৭১ মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযোগের করণেই গত ২১ নভেম্বর দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করা হয়। পরে এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় তারা ‘বিচলিত’। এরপর ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
৩০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�