বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৩:৪৫:১০

মালয়েশিয়ায় আটক ১৫ বাংলাদেশি

মালয়েশিয়ায় আটক ১৫ বাংলাদেশি

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় ধরা খেল ১৫ বাংলাদেশি। অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে মোট ৮৯ জন বিদেশিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার পত্রিকা স্টার অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কেদাহ অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি হাশিম বলেন, ওই কারখানায় চীনে তৈরি প্লাইউড প্রক্রিয়াজাতকরণ যন্ত্র মেরামত করতে আটককৃতদের কারিগর হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। আটক বিদেশিদের আশ্রয় দেয়ার অভিযোগে এক মালয়েশীয়কেও আটক করা হয়েছে বলে জানান পরিচালক ইউসরি। আটকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও সাতটি দেশের নাগরিক রয়েছে, যাদের ২৬ জন নেপালি, ২১ জন ইন্দোনেশীয়, ২১ জন ভিয়েতনামি, ২জন চীনা, ২জন পাকিস্তানি, ১জন কম্বোডীয় ও ১জন মিয়ানমারের নাগরিক। তবে আটকের বিষয়ে এখনো মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়নি। এর আগে ২৭ নভেম্বর একই প্রদেশে ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ৪০ বাংলাদেশিকে আটক করে অভিবাসন বিভাগ। এ নিয়ে এই প্রদেশে বাংলাদেশি আটকের সংখ্যা দাঁড়ালো ৪৫ জন। ৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে