কুয়েতে বাংলাদেশি রুনার অনন্য কৃতিত্ব
প্রবাস ডেস্ক : কুয়েতে সালমিয়া ডন বসকো রানা একাডেমি অডিটোরিয়ামে ইন্ডিয়ান ইংলিশ একাডেমি স্কুলের উদ্যোগে এক্সপ্রেশন ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল ২০১৫ অনুষ্ঠিত হয়। গত ২১ নভেম্বর এই অনুষ্ঠানটির আয়োজন করাহয়। এই অনুষ্ঠানে এশিয়ার প্রায় ৩০টি স্কুলের ১০০ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। আর এতে গান গেয়ে প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশের মেয়ে রুনা আক্তার কেয়া।
বিভিন্ন দেশের ব্যতিক্রমধর্মী বর্ণাঢ্য আয়োজ এই বহুজাতিক সংস্কৃতিক অনুষ্ঠানের এই প্রতিযোরা অংশগ্রহণ করেছেন। আর এরই মাঝে গান পরিবেশন করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়ে রুনা আক্তার কেয়া। তার পিতা কুয়েত প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিন, মা গৃহিনী আয়েশা আক্তার। সঙ্গীতশিল্পী হিসেবে কুয়েত প্রবাসিদের মাঝে ইতোমধ্যে অনেক সুনাম অর্জন করেছে কেয়া।
৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�