শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩৮:৪৩

আনোয়ার চৌধুরীকে গভর্নর পদ থেকে প্রত্যাহার

আনোয়ার চৌধুরীকে গভর্নর পদ থেকে প্রত্যাহার

প্রবাস ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আনোয়ার চৌধুরীকে কেম্যান দ্বীপপুঞ্জের গভর্নর পদ থেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। কেম্যান দ্বীপপুঞ্জের গভর্নর অফিস এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। 

সংবাদমাধ্যম জানায়, গভর্নর পদ থেকে তাকে প্রত্যাহার করা হলেও তিনি লন্ডনে আগের পদে ফিরতে পারবেন।

আনোয়ার চৌধুরীর বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় গত জুনে গভর্নর পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে লন্ডনে ডেকে পাঠানো হয়।এরপর তিনি আর সেখানে ফিরতে রাজি হননি। 

উল্লেখ্য, আনোয়ার চৌধুরী বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় দেশে বিদেশে অনেক পরিচিতি পেয়েছিলেন।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে