প্রবাস ডেস্ক: ডায়াবেটিসে ভুগছেন সময়ের অন্যতম আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন। এছাড়া বোনের আপ্যায়নে ওজন বেড়ে যাওয়ায়ও চিন্তিত তিনি।
সামাজিক মাধ্যম ফেসবুকে তসলিমা নাসরিন নিজের অ্যাকাউন্টে জানিয়েছে এমনটাই। তিনি লিখেছেন, আমার বোন আপ্যায়নের বেলায় একেবারেই প্রাচীনপন্থী। আমার মায়ের মতো। ওর কাছে থাকলে দুই সপ্তাহে ১০ পাউন্ড ওজন বাড়ে আমার। এক মাসে ২০ পাউন্ড।
এককালে মিষ্টি পছন্দ করতেন জানিয়ে তসলিমা বলেন, কোনো এককালে মিষ্টি পছন্দ করতাম বলে আমাকে প্রতিদিন ১০টা করে মিষ্টি খাওয়াবে। কবে একদিন দেখেছে একটি তেলেভাজা পছন্দ করে খেয়েছি। ব্যস, সারা দিন রান্নাঘরে আমার জন্য এটা ভাজছে, ওটা ভাজছে।
তসলিমা লেখেন, একদিন চিপসে একটা কামড় দিয়েছি, অমনি ১০ প্যাকেট চিপস কিনে আমার পাশে সাজিয়ে রেখেছে।
তসলিমা বলেন, কত বলি আমার ডায়বেটিস, কে শোনে কার কথা। আমার মাও নানার ডায়াবেটিস জেনেও নানাকে মিষ্টি খাওয়াত। এই যে আমার বোন প্রতিবারই ১০ পাউন্ড, ২০ পাউন্ড বাড়িয়ে দেয় আমার ওজন, এসব কমাতে আমার যে জান বেরিয়ে যায়, তা কি সে দেখে?