তোফাজ্জল লিটন : ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী অ্যাসোসিয়েশন (ইপিবিএ) পোল্যান্ড শাখার সহ- সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহরিয়ার সাকু এবং পোল্যান্ডের কন্যা আনিয়া চারনেস্কা গত ২০ অক্টোবর শনিবার বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। পোল্যান্ডের ওয়ারসো শহরে বিবাহোত্তর এই সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহফুজুর রহমান।
এ বিষয়ে বর শাহরিয়ার সাকু বলেন ,আমাদের সম্পর্ক গত পাঁচ বছর ধরে। ধর্মীয় নিয়ম অনুযায়ী কয়েক বছর আগে আমরা বিয়ে করেছিলাম। আজকে আমার এই আনুষ্ঠানিক বিয়ে উপলক্ষে পোল্যান্ড, পর্তুগাল এবং ইংল্যান্ডের অনেক সহজন এসেছেন। এ অঞ্চলের বাঙালিরা মিলিত হয়েছেন।
বর হবিগঞ্জের সন্তান সফল ব্যবসায়ী শাহরিয়ার সাকুর পোল্যান্ডে রয়েছে নয়টি কাবাব রেস্টুরেন্ট। অন্যদিকে পোল্যান্ডের নাগরিক আনিয়া চারনেস্কা উজ ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
শহরের পোলনি রেস্টুরেন্ট অনুষ্ঠিত এই বিয়েতে বাঙালি এবং পোলিস বহু অতিথি উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন প্রফেসর ডাক্তার সাবাহ উদ্দিন, ইঞ্জিনিয়ার মীর মোসারাফ হোসেন,জাহাঙ্গীর আলম, ইপিবিএর সহসভাপতি রোমান আহমদ নমী, ইপিবিএ সাংগঠনিক মাসুদুর রহমান তুহিন, ব্যবসায়ী, জাকারিয়া জাকু, মাসুদুর রহমান বাবু, শেখ সুলতান, শাহ রাসেল, জসিম উদ্দিন, মরতুজ আলী বাবু, তানভীর গাজী এবং ক্রিকেটার ধীমান।